পদ্মার ওপারের বৃহত্তর বরিশাল বিভাগ ধান, শাকসবজি, মাছ, পেয়ারা, আমড়া, মাল্টার জন্য বিখ্যাত। কিন্তু সহজ যোগাযোগ ব্যবস্থা না থাকায় ওই অঞ্চলে এসব পণ্য প্রক্রিয়াজাত করার কোনো শিল্প গড়ে ওঠেনি এতোদিন। কিন্ত পদ্মাসেতু হওয়ায় ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর ও বৃহত্তর বরিশাল বিভাগে অনেক শিল্প স্থাপনের সুযোগ সৃষ্টি হবে।
এচাড়াও পদ্মা সেতুর কারণে ট্রান্স এশিয়ান হাইওয়ে এবং ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে যুক্ত হবে দেশের দক্ষিণাঞ্চল। এর ফলে ভারত, ভুটান ও নেপালের সাথে আমাদের সরাসরি যোগাযোগ হবে। এসব দেশে রফতানির সুযোগ সৃষ্টি হবে।
পদ্মা সেতুর সফল বাস্তবায়নের কারণে দেশের জিডিপির উত্তরণ ঘটবে ১ দশমিক ২৩ শতাংশ। এছাড়াও আঞ্চলিক জিডিপি বাড়বে ২ দশমিক ৩ শতাংশ পর্যন্ত।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.