গতকাল নৌ-পরিবহনমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হবে। এ সেতু চালুর পরে বাংলাবাজার-শিমুলিয়া দুই ঘাটের শ্রমিকরা যাতে কর্মহীন হয়ে না পড়ে সে ব্যাপারে উদ্যোগ নিয়েছে সরকার।
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আগামী ২৪ জুন প্রধানমন্ত্রীর জনসভার স্থল পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এসময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরীও উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বাংলাবাজার ও শিমুলিয়া এই দুই ঘাটের নৌযান শ্রমিকদের কেউ বেকার হয়ে পরবে না। শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখন এদেশে কেউই বেকার থাকবে না। সবারই কর্মসংস্থান হবে।
জনসভা সম্পর্কে নৌ-প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে ঘিরে বিভিন্ন দপ্তর থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে কাজ চলছে। দেশের বিভিন্ন স্থান থেকে তিন শতাধিক লঞ্চ বাংলাবাজার ঘাটে আসবে। সেগুলো কীভাবে নোঙর করা হবে, সেসব বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। জনগণকে কীভাবে সঠিক সেবা দেওয়া যায়, সেই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান হবে ঐতিহাসিক। বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে এত উৎসবমুখর অনুষ্ঠান আর কখনো হয়নি। ১৭ কোটি মানুষের দেশটিই সেদিন থাকবে পদ্মা সেতুর জনসভার দিকে। পুরো বাংলাদেশই ওই দিন জনসভা হয়ে যাবে। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ঐতিহাসিক জনসভার মূল সমন্বয়ক চিফ হুইপ মহোদয়। তিনি যেভাবে নির্দেশনা দিচ্ছেন সেভাবেই নৌ পরিবহন মন্ত্রণালয় কাজ করছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.