পদ্মা সেতু চালুর পর ফরিদপুর হয়ে উঠতে পারে এই আঞ্চলে মিল্প কারখানা ও বাণিজ্যের নতুন কেন্দ্র। ব্যবসায়ী নেতারা বলছেন, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় রপ্তানিমুখী শিল্প স্থাপনের বিপুল সম্ভাবনার সৃষ্টি হয়েছে। নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের ভাগ্য বদলেরও স্বপ্ন দেখছেন ফরিদপুরবাসী।
পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের যে ২১ জেলা বেশী সুবিধা পাবে তার মধ্যে অন্যতম ফরিদপুর। সাবেক মহকুমা ফরিদপুর এতিহ্যগতভাবে এগিয়ে থাকলেও রাজধানীর সাথে নিরবচ্ছিন্য যোগাযোগ ব্যবস্থা না থাকায় নানা ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। তবে পদ্মা সেতু নির্মাণ হওয়ায় আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ফরিদপুরবাসী।
এর মধ্যে ফরিদপুরের বিভিন্ন এলাকায় শিল্প কারখানা গড়ে উঠতে শুরু করেছে। সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও গড়ে তোলা হচ্ছে বাণিজ্যিক নানা প্রতিষ্ঠান। এর মাধ্যমে নিজেদের ভাগ্যের পরিবর্তন আশা করছেন তারা।
পদ্মা সেতু তৈরী হওয়ায় পচনশীল পন্য নিয়ে আর দীর্ঘ সময় ফেরীঘাটে অপেক্ষায় থাকতে হবে না। স্বল্প সময়ে নিজেদের উৎপাদিত পন্য রাজধানীসহ অন্যান্য এলাকায় পাঠাতে পারবেন। পদ্মা সেতু কেবল অর্থনীতিতেই গতি আনবে না, ফরিদপুরসহ আশপাশের জেলার মানুষের শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে বলে মনে করেন ওই অঞ্চলের বিশিষ্টজনেরা।
ফরিদপুরে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা থাকবে বলে জানায় জেলা প্রশাসক। আজ পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে ফরিদপুরে
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.