মমিনুল হক রাকিবঃনারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় তীব্র গ্যাস বিড়ম্বনায় ভুগছেন বাসিন্দারা। গত শুক্রবার ১৬ জুন থেকে উপজেলা জুড়ে চলছে গ্যাস সংকট।
গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিড়ম্বনার স্বীকার হচ্ছেন কয়েক লাখ মানুষ। তারাব পৌরসভার নোয়াপাড়া, বিশ্বরোড, যাত্রামুড়া গ্রামে ভাড়াটিয়া কর্মজীবী মানুষদের উপস্থিতি বেশি। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় কেউ কেউ বিকল্প ব্যবস্থা হিসেবে মাটির চুলার ব্যবস্থা করে সাময়িক কাজ চালিয়ে নিচ্ছেন। তবে জায়গার অপ্রতুলতার কারণে এই সুযোগ সকলের নেই।
আদমজী ইপিজেডে একটি কারখানায় পাইলিং করার সময় গ্যাস পাইপ ফেটে যাওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির গ্যাসের তীব্র সংকট তৈরী হয়। মাটির ৪০ ফুট নিচে মেরামত কাজের দরুণ মেরামত প্রক্রিয়া দীর্ঘ সময় নিচ্ছে। এছাড়াও মেরামত এর সময় ২৪০ টন ওজনের পাইলিং রিগ মাটির ৪০ ফুট নিচে ডেবে যায় বলে জানিয়েছে তিতাস গ্যাস এর দায়িত্বশীল সূত্র।
উল্লেখ্য, রূপগঞ্জ উপজেলায় তিতাস গ্যাসের বৈধ আবাসিক গ্যাস সংযোগ রয়েছে প্রায় ৭ হাজার। এছাড়া এ উপজেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় এক হাজার শিল্পকারখানা রয়েছে। ছোট-বড় মিলিয়ে প্রায় ৫ শতাধিক শিল্পকারখানার উৎপাদন কাজ ব্যাহত হচ্ছে। গ্যাস সংকটে অনেক শিল্পকারখানার মালিক শ্রমিকদের ছুটি দিয়ে দিচ্ছেন। এতে কারখানা মালিকদের কোটি কোটি টাকা লোকসানের সম্মুখীন হতে হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.