মাসুম বিল্লাহ, বগুড়া জেলা প্রতিনিধিঃবগুড়ার দুপচাঁচিয়া উপজেলার থানা পুলিশের আয়োজনে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আর এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার ছুটে আসে কয়েক হাজার জনতা।
শনিবার সকাল ৯ টায় দুপচাঁচিয়া থানা পুলিশ প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হতে একটি বিশাল আকারের বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক সিও অফিস হয়ে পুরা শহর প্রদক্ষিণ শেষে থানা চত্বরে এসে মিলিত হয়। এবং মাওয়া প্রান্তরে থেকে প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল মাল্টি মিডিয়ার মাধ্যমে সংযুক্ত হন। এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ জনাব আবুল কালাম আজাদ।
স্বপ্নের পদ্মা সেতু মাওয়া প্রান্তরে উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।এরই সাফল্য কামনায় দুপচাঁচিয়ার এই বিশাল আনন্দ র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক , উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আমিনুর রহমান , সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ, ওসি তদন্ত আব্দুর রশিদ সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুজ্জাদ আলী সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও ইউপি সদস্য, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষার্থী,গণমাধ্যমকর্মী সহ হাজারোধিক মানুষের সমাগম হয় এই আনন্দ র্যালী।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.