এম এ হানিফ রানা - স্টাফ রিপোর্টারঃ আজ বাঙ্গালী জাতির জন্য একটি বিশেষ স্বরণীয় একটি দিন। আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতুর ঐতিহাসিক উদ্বোধনের সাথে সাথে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নে উন্মোচিত হল গৌরবদীপ্ত বাঙ্গালীর প্রতিচ্ছবি। সারাদেশের ন্যায় সেই আনন্দের অংশীদার এবং গৌরবের অংশ হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বর্নাঢ্য র্যালির আয়োজন করে। একইসঙ্গে প্রতি থানায় প্লেইন ব্যানার ও ড্রপ ডাউন ব্যানার এবং সিটি এলাকার গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার মাধ্যমে জাতির এ মহা অর্জন উদযাপন করা হয়। আমাদের সম্মান ও গৌরবের পদ্মা সেতু জাতির জন্য যে আনন্দ বয়ে এনেছে সে আনন্দের সঙ্গে আমরা সম্পৃক্ত হয়ে জাতির একটি অংশ হিসেবে গর্বিত অনুভব করছি। মাননীয় প্রধানমন্ত্রীর শক্ত ও সাহসী সিদ্বান্ত আত্মপ্রত্যয়ী বাঙ্গালীর এ অর্জনকে মহিমান্বিত করেছে পদ্মা সেতুকে বাস্তব করে । এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আন্তরিক অভিনন্দন।
জিএমপি আয়োজিত এ র্যালীতে উপস্থিত ছিলেন সম্মানীত অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব বরকতউল্লাহ খান, বিপিএম (সেবা), জনাব তানভীর মমতাজ, উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) (অতি: ডি আইজি পদে পদোন্নতি প্রাপ্ত), জনাব ইলতুৎ মিশ, উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ), জনাব জাকির হাসান, উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) , জনাব হুমায়ুন কবির,উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) , জনাব নূরে আলম,উপ-পুলিশ কমিশনার ডিবি (দক্ষিণ), জনাব,আব্দুল্লাহ -আল মামুন,উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগন, সহকারী পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্য বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.