রেজ ওয়ানুল ইসলাম রনি, স্টাফ রিপোর্টার: স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্ভোধন ও বাংলাদেশ আওয়ামীলেগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ উৎসব ও আলোচনা সভা করেছে যুক্তরাজ্য আওয়ামীলীগ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নৈমু্দ্দিন রিয়াজের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য সফররত কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মেয়র মুজিবুর রহমান।
সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামীলীগের প্রতিষ্টা কালীন নেতৃবৃন্দ, পনের আগষ্ট জাতির পিতার পরিবারের সদস্য বৃন্দ, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে আত্নত্যাগ কারী শহীদদের স্বরনে ১ মিনিট নীড়বতা পালন করা হয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, মারুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, মানবাধিকার বিষয়ক সম্পাদক শারব আলী প্রমুখ। উপস্থিত ছিলেন, লন্ডন মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক সেলিম আহমদ খান, যুগ্ম-সাধারন সম্পাদক জামাল আহমদ খান, যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের সহ : সভাপতি হোসনে আরা মতিন, আওয়ামীলীগ নেতা ব্যারিষ্টার আবুল কালাম, শ্রী রবিন পাল, মেহের নীগার, রোজি হক, নাজমা হোসেন, রাবেয়া জামান জোসনা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত বক্তরা এসময় মাননীয় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রসংশা করে বলেন, এক মাত্র জননেত্রী শেখ হাসিনার একাগ্রতার জন্যই পদ্মা সেতু বাস্তবায়ন সম্ভব হয়েছে। ডিজিটাল বাংলাদেশের পর মধ্যম আয়ের দেশ হিসেবে শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আরো এগিয়ে যাবে বলে উল্লেখ করেন বক্তারা। দেশীয় ষড়যন্ত্রকারীদের হুশিয়ার উচ্চারন করে অতিথি মেয়র মুজিবুর রহমান বলেন, যুক্তরাজ্য আওয়ামীলীগ দেশের বাহিরে যথেষ্ট শক্তিশালী সংগঠন। আপনারা যেভাবে বহি:ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করছেন তাতে আপনারা প্রসংশার দাবী রাখেন। এছাড়া এখন থেকে দেশের ষড়যন্ত্রকারীদের আর কোন ছাড় দেয়া হবে না বলে উল্লেখ করেন, মেয়র মুজিব।
সভা শেষে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম জন্মদিনের কেক কাটা হয়। আনন্দ উৎসব ও আলোচনা সভাটি শনিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.