প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ৭:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৫, ১০:০৬ এ.এম
বিরামপুরে ভোক্তা অধিকারের অভিযানে, ১৩ হাজার টাকা জরিমানা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে ৩ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে পাবনা মিস্টান ভান্ডারে মূল্য উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ৩ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে রংপুর বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম ও দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন। বুধবার (১৪ মে) দুপুরে বিরামপুর-নবাবগঞ্জ রোডের শালবাগান এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ অর্থদণ্ড করেন।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd
এই সাইটটির সকল স্বত্ত্ব জাতীয় দৈনিক আলোচিত কণ্ঠ কর্তৃক সংরক্ষিত পরিমার্জিত ও পরিবর্ধিত।