গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, পদ্মা সেতু পারাপারে সব ধরনের অ্যাম্বুলেন্সের চলাচল টোলমুক্ত করতে হবে। একই সঙ্গে বিদেশিদের কাছ থেকে দ্বিগুণ টোল আদায় করতে হবে। শনিবার পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশস্থলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সাহসী উদ্যোগ এ সেতু। এমন অর্জনে সারাদেশের মানুষ আনন্দিত। তবে প্রধানমন্ত্রীকে এখন দেশের গণতন্ত্রের দিকে নজর দিতে হবে। তিনি বলেন, সেতুর উদ্বোধন উপলক্ষে আজ হাজারো অতিথি এসেছেন। এ অনুষ্ঠানে বিএনপি সভানেত্রী খালেদা জিয়াকে জামিন দিয়ে দাওয়াত দেওয়ার দরকার ছিল। আপনারা যে ভালো কাজ করেছেন, তা তিনি দেখতে আসতেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.