মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট প্রতিনিধি: সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাই স্কুলে বিজিবি মহাপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে ব্রাম্মণবাড়িয়া সরাইল উত্তর-পূর্ব রিজিয়ন এর জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ও সীমান্ত পরিবার কল্যাণ সমিতির ত্রাণ বিতরণ করা হয়।
২৬ জুন রবিবার জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় প্রধান কার্যালয়, সীমান্ত পরিবার কল্যাণ সমিতি, ঢাকা এর সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক এর নির্দেশনা অনুযায়ী শাখা সীমান্ত পরিবার কল্যাণ সমিতি, সরাইল এর অধীনস্থ সকল উপ-শাখা, সীমান্ত পরিবার কল্যাণ সমিতি এর পক্ষ থেকে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অতিরিক্ত অধিনায়ক মেজর মোঃ হাসান আরাফাত ও সীপকস এর নারী সদস্যদের উপস্থিতিতে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাই স্কুলে দরবস্ত এলাকার বন্যা কবলিত দুস্থ ও অসহায় ১০০ টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। একটি পরিবারের জন্য ত্রাণ প্যাকেটে চাল ৭ কেজি, ডাল ১ কেজি, ভোজ্য তেল ১ কেজি, আটা ১ কেজি, চিড়া ১ কেজি, আলু ১ কেজি, টোস্ট বিস্কিট হাফ কেজি ও চিনি ১ কেজি প্রদান করা হয়।
সীমান্ত পরিবার কল্যাণ সমিতির নারী সদস্যরা জানান, বিজিবি মহাপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি, ঢাকা এর সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক এর নির্দেশনা অনুযায়ী শাখা সীমান্ত পরিবার কল্যাণ সমিতি, সরাইল এর অধীনস্থ সকল উপ-শাখা, সীমান্ত পরিবার কল্যাণ সমিতি এর পক্ষ থেকে সিলেটে বন্যাদুর্গত সকল এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.