মো: নুরনবী বোরহানউদ্দিন ভোলার, বোরহানউদ্দিন হাওলাদার মার্কেট এলাকায় শর্মা কম্পিউটার সেন্টারে অনৈতিক কর্মকাণ্ডের সময় স্থানীয় জনগণ হিন্দু শিক্ষককে আটকে রাখে এবং তার টেনিং সেন্টারের সামনে বিভিন্ন রকমের স্লোগান দিতে থাকে। ছাত্র জনতাদের স্লোগান ছিলো” দড়ি লাগলে দড়ি নে, রক্তিম শর্মার ফাঁসি দে “। স্থানীয় সুত্রে যানা যায়, আজ (বুধবার ১৪ মে ২০২৫) সকাল ১০ টায় তার টেনিং সেন্টারে এক কিশোরী সহ অনৈতিক কাজ অবস্থায় স্থানীয় জনগন তাদেরকে আটক করে। রক্তিম শর্মার টেনিং সেন্টারে সেই রকমের কোন কম্পিউটার না থাকলেও মাঝে মাঝে অনেক মেয়েয়েরা আসতো এবং তাদের কর্মকান্ড সন্দেহজনক ছিল। স্থানীয় বাবুল যানায়, ২০০৬ সালে কাচিয়া ইসলামিয়া দাখিল কম্পিউটার শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। সেই মাদ্রাসায় ছাত্রীদের সাথে অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত হওয়ার কারণে তাকে বহিষ্কার করা হয়। পরে সে কুয়েত চলে যায়। সেখান থেকে ফিরে ২০১০ সালে বোরহানউদ্দিন সরকারি বালিকা বিদ্যালয়ে যোগদান করেন। রক্তিম শর্মার বিরুদ্ধে এর আগেও অনেক কিশোরীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বোরহানউদ্দিন সরকারি বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক শুভাস দাস জানান, রক্তিম শর্মার বিরুদ্ধে একটা অভিযোগ শুনেছি সেই ব্যাপারে ম্যানিজিং কমিটির মিটিং ডাকা হয়েছে। ম্যানেজিং কমিটি যেই সিদ্ধান্ত নেয় সেই অনুপাতে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত রক্তিম শর্মার বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও বক্তব্য নেওয়া যায়নি। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ছবি সংযুক্ত
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd