মোঃ পারভেজ খান মোংলা প্রতিনিধিঃ স্বপ্নের পদ্মা সেতু চালু হবার সাথে সাথে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল মোংলা বন্দরের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় মংলা খুলনা মহাসড়ক চার লেন না করলে খুব শীঘ্রই এই সড়কে যানজট তীব্র আকার ধারণ করবে। বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা বলেন। তিনি মংলা খুলনা মহাসড়ক চার লেনে উন্নত করণ প্রসঙ্গে গুরুত্বারোপ করেন। তিনি বলেন ইতিমধ্যেই প্রায় ২৩ টি এল পি গ্যাস কারখানা সহ অর্থনৈতিক অঞ্চল, ইপিজেড, বন্দরের কার্যক্রম এবং অন্যান্য শিল্প কারখানা গড়ে ওঠায় ব্যাপক ব্যস্ততা বেড়েছে মংলা বন্দর এলাকায়। ফলে তীব্র যানজটের সৃষ্টি হতে পারে। তাই দ্রুত সময়ে মংলা খুলনা মহাসড়ক চার লেনে উন্নীত করে সরকারের উন্নয়ন কে বেগবান করার জন্য কাজ করতে হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.