তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাগাট বাজারের গুরুত্বপূর্ণ রাস্তার কাজের উদ্ধোধন করেন তাহিরপুর উপজেলার জননন্দিত উপজেলা চেয়ারম্যান বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল। রাস্তার কাজের পাশাপাশি বাজারের পানি নিস্কাসনের জন্য একটি ড্রেইন নির্মান কাজেরও উদ্বোধন করা হয়।
সোমবার ২৭ জুন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ও উপজেলা পরিষদের সহযোগী তায় এসকল কাজের উদ্ধোধন করা হয়। জনগুরুত্বপূর্ণ রাস্তা এবং ড্রেইন নির্মান কাজের উদ্ধোধনে উপস্থিত ছিলেন, বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন,উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো মাসুক মিয়া,বাদাঘাট সরকারী ডিগ্রি কলেজ অধ্যাক্ষ ও বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুনাব আলী, বাদাঘাট বাজার বনিক সমিতির সভাপতি সেলিম হায়দার,আবু তাহের সহ এলাকার ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃবৃন্দ। রাস্তাটি উদ্বোধন করতে গিয়ে জনতার চেয়ারম্যান বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, আমার তিন বৎসর সময়ে তাহিরপুর উপজেলার বিভিন্ন হাট বাজার রাস্তাগাট কালভার্ট, মন্দির, মসজিদ,গীর্জা সহ অসংখ্য উন্নয়ন মুলক কাজ সমাপ্ত করতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি, কারন এই উন্নয়ন আমার জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার, শেখ হাসিনা আছেন বলেই আমি বাবুল এত উন্নয়ন করতে পেরেছি, তাই আমি তাহিরপুর বাসির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই,বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে আমরা তাহিরপুরবাসী তার সহযাত্রী, আপনারা আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সর্বদা ভালো রাখেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.