কুড়িগ্রাম প্রতিনিধিঃ ২৮-০৬-২০২২
কুড়িগ্রামের উলিপুরের ধর্ষণ চেষ্টার অভিযোগে থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ওরফে আতা (৫০)'র বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ও প্যানেল কোড ৫০৬ ধারায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতয়িাজ কবির।
মামলার এজাহার সুত্রে জানা গেছে গত ৯জুন থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ওরফে আতা ওই নারীকে ভোটের আইডি কার্ড নিয়ে নিয়ে বাড়িতে ডাকলে ওই নারী সকাল ৯ টায় আইডি কার্ড নিয়ে চেয়ারম্যানের বাড়িতে
মান । বাড়িতে কোন লোকজন না থাকার সুবাদে ঘরের দরজা বন্ধ করে মেয়েটিকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে চেয়ারম্যান। পরে ওই নারী ধস্তাধস্তি করে কোন রকমে ঘর থেকে বের হয়ে একটি অপরিচিত অটোতে উঠে চলে যান। বেকায়দা দেখে দেখে চেয়ারম্যান দৌড়ে গিয়ে ওই অটোতে েে উঠে মেয়েটিকে কাউকে না জানাতে বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করেন অভিযুক্ত চেয়ারম্যান আতাউর রহমান আতা। এ ঘটনায় সোমবার রাতে ে(২৭ জুন) ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ও প্যানেল কোড ৫০৬ ধারায় চেয়ারম্যান আতাউর রহমান আতার বিরুদ্ধে ে উলিপুর থানায় একটি এজাহার দায়ের করেন। মঙ্গলবার ঘটনাটি জানাজানি হলে সর্বত্র তোলপাড় শুরু হয়। আত্মগোপনে চলে যান অভিযুক্ত চেয়ারম্যান।
এ ব্যাপারে মঙ্গলবার (২৮ জুন) দুপুরে থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ওরফে আতাকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রসিভি করেননি।
এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতয়িাজ কবির জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে,। তদন্ত অব্যাহত রয়েছে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামী পলাতক থাকায় এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.