মোঃ আরিফুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
মানুষ ও পরিবেশের পরম বন্ধু হলো গাছ বা বৃক্ষ। গাছ হলো
আমাদের পরিবেশকে স্বাস্থ্যকর ও সুন্দর রাখার একটি গুরুত্বপূর্ণ অংশ। পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বৃক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের ফল, মিষ্টি রস, ভেষজ দ্রব্য, কাঠখড়িসহ অনেক মূল্যবান সম্পদ পাই। এই বৃহৎ অংশটির জোগান আসে প্রধানত সামাজিক এবং আঞ্চলিক বনায়ন থেকে। কিন্তু বর্তমানে উন্নয়নের সঙ্গে সঙ্গে সামাজিক বনায়ন ধ্বংসের দ্বারপ্রান্তে।
মঙ্গলবার(২৮ জুন) সকালে বন্ধু জুনিয়র যুব ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মামুনুর রশিদ এর সভাপতিত্বে মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলে বনায়ন এর সহযোগিতায় বন্ধু জুনিয়র যুব ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তৃলা দেব,এসময় মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রজাতির প্রায় একহাজার চারা বিতরণ করেন বন্ধু জুনিয়র যুব ক্লাব। চারাগুলো সহযোগিতায় করেন বনায়ন খাগড়াছড়ি পার্বত্য জেলা।
বন্ধু জুনিয়র যুব ক্লাবের সদস্যরা নানা স্লোগানে ফেস্টুন, ব্যানার করে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুল প্রাঙ্গণে সৌন্দর্য বৃদ্ধি করেছে।যেমন- "এসো বিশ্ববাসী এসো, এসো মুক্তপ্রাণে, বৃক্ষরোপন করবো সবাই জীবন রক্ষার টানে", "আসুন গাছ লাগাই,পরিবেশ বাঁচাই", "বৃক্ষ নিধন আর নয়, দেশকে করুন বৃক্ষময়", গাছ লাগিয়ে ভরব এ দেশ, তৈরি করব সুখের পরিবেশ"।
এসময় অন্নান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবছার হোসেন, মাটিরাঙ্গা বন্ধু জুনিয়র যুব ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জুলহাস উদ্দিন সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.