মোঃ পারভেজ খান,মোংলা প্রতিনিধিঃ বাংলাদেশ জলসীমায় মাঝে মধ্যে প্রতিবেশী দেশগুলোর কিছু জেলেরা অবৈধ অনুপ্রবেশ করে মৎস আহরন করে । বাংলাদেশ নৌবাহিনী সব সময় তাদের অভিযানের মাধ্যমে এই অবৈধ অনুপ্রবেশ বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে।তার ই ধারাবাহিক অভিযানে বঙ্গোপসাগর থেকে ৮টি ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় সোমবার রাত ১০টার দিকে গভীর সমুদ্র টহলরত নৌবাহিনী তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ৪টি ফিশিং ট্রলারসহ ৬৭ ভারতীয় নাগরিককে মঙ্গলবার রাতে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। বাকী ৪ টি ফিশিং ট্রলার ও জেলেদের আজ থানা পুলিশে কাছে হস্তান্তর করার কথা রয়েছে।
এছাড়া ট্রলারে থাকা মাছ মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ওপেন নিলামে বিক্রির প্রস্তুতিও চলছে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ৮টি ট্রলার ও ১৩৫ জন ভারতীয় জেলে আটক হয়েছে। তার মধ্যে প্রথম দফায় ৬৭ জন জেলে ও ৪টি ট্রলার মঙ্গলবার রাতে আর বাকী ট্রলার ও জেলেদের আজ বুধবার থানায় হস্তান্তর করবে নৌবাহিনী। দুই দফায় থানায় হস্তান্তরকৃতদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন আইনে পৃথক মামলা দায়েরের পর বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি মনিরুল ইসলাম।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, ৮টি ট্রলারের সমুদয় মাছ নিলামে বিক্রি করে অর্থ রাজস্ব খাতে জমা দেওয়া হবে।
মোংলা, ২৯-০৬-২২ইং
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.