গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি.রহমত আলীঃ
নতুন কোনো করারোপ ছাড়াই নাটোরের গুরুদাসপুর পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের ৩৪ কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৫৪২ টাকার বাজেট পেশ করা হয়েছে। বুধবার (২৯ জুন) দুপুরে পৌর মিলনায়তনে আয়োজিত উন্মুক্ত বাজেট সভায় মেয়র মো. শাহনেওয়াজ আলী ওই বাজেট পেশ করেন।বাজেটে ৮ কোটি ৬৩ লাখ ৫৪ হাজার ৭৭৮ টাকা রাজস্ব আয় ও ব্যয় ধরা হয়েছে ৮ কাটি ৩২ লাখ ৪ হাজার ১৩৬ টাকা। উন্নয়ন খাতে ২৬ কোটি ৭৬ লাখ ৭৩ হাজার
৬৩ টাকা আয় ও সমপরিমান ব্যয় ধরা হয়েছে। স্থিতি ধরা হয়েছে শূণ্য। এরমধ্যে উল্লেখযোগ্য হলো পৌর কর্মকর্তা কর্মচারীদের বকেয়া বেতন-ভাতাদি পরিশোধের
নিমিত্তে ৩ কোটি টাকা বাজেট ধরা হয়েছে-যা প্রশংসনীয়। এছাড়া গুরুত্বপুর্ণ শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ১৫ কোটি টাকা বাজেট ধরা
হয়েছে।বাজেট বক্তৃতায় বিভিন্ন প্রশ্নোত্তরে মেয়র বলেন, সড়কগুলো পূনঃ নির্মাণ এবং জরুরীভাবে ড্রেন নির্মাণ করা হবে। সেই সাথে পৌরসভার অলিগলির প্রতিটি
পয়েন্টে সড়কবাতি সম্প্রসারণ করার পাশাপাশি সিসি ক্যামেরা সেট করা হবে। আধুনিক পৌরসভা গঠনের লক্ষে বৃক্ষরোপণ, মশক নিধন, বিশুদ্ধ ও নিরাপদ পানি
সরবরাহ ব্যবস্থা চালু, নারীর ক্ষমতায়ন, উন্নত যোগাযোগ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকেও অগ্রাধিকার দেওয়া হবে বলে মেয়র শাহনেওয়াজ আলী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমীন, হিসাব রক্ষণ কর্মকর্তা আ.আ.ম সাঈদ শাহরিয়ার আব্বাসী ও আওয়ামীলীগ নেতা মো. আব্দুল বারী প্রমূখ বক্তব্য রাখেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.