মোঃ সাইফুল ইসলাম আকাশ ভোলা জেলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে জনদুর্ভোগ কমাতে,গ্রাম্য পর্যায়ে দেওয়ানী ও ফৌজদারি সকল কার্যক্রম সমাধানের লক্ষ্যে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে বৃহস্পতিবার সকালে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্পে উপজেলার টবগী,হাসাননগর,কুতুবা,পক্ষিয়া,বড়মানিকানা ইউনিয়নের ইউপি সদস্যদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশে গ্রাম আদালত ৩য় পযার্য়ে প্রকল্প উপজেলা সমন্বয়কারী ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলা শিউলী বেগম। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসান। এ সময় আরও বক্তব্য রাখেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিয়া মঞ্জুর-এ-এলাহি মোঃ আলামিন,উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির মোঃ মনির হোসেন সহ বিভিন্ন জনপ্রতিনিধিবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd