মোঃ খলিলুর রহমান সাতক্ষীরাঃ সাতক্ষীরায় সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় বিজিবি-বিএসএফ এর মধ্যে মৈত্রী ভলিবল প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা৩৩ ব্যাটালিয়নের বিজিবির ভোমরা সীমান্তের বিপরিতে ভারতের ১৫৩ ব্যাটালিয়ন বিএসএফ এর আওতাধীন গোজাডাংগা ক্যাম্প সংলগ্ন ফুটবল মাঠে বিজিবি-বিএসএফ এর মধ্যে মৈত্রী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজিবি-বিএসএফ এর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।এই সময় পক্ষে বিজিবির উপস্থিত ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদী, খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল মামুনূর রশীদ, সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল-মাহমুদসহ ১২ জন খেলোয়াড় এবং ১৪ জন অন্যান্য পদবীর বিজিবি সদস্যরা। আর বিএসএফ পক্ষে উপস্থিত ছিলেন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি ড. অতুল ফুলজুরি, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার চীফ নোডাল অফিসার ডিআইজি শ্রী এসএস গুলিরিয়া, কোলকাতা সেক্টর কমান্ডার, ডিআইজি, শ্রী রাজেস কুমারসহ ০৮ জন স্টাফ অফিসার এবং ১২ জন ভলিবল খেলোয়াড় এবং অন্যান্য পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিজিবি দল বিএসএফ দলকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ সময়ে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন। এ ধরনের বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। প্রতিযোগিতাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.