রাম বসাক, শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ কথায় আছে “রাক্ষসী যমুনা”। সেই নামের সঙ্গে পাল্লা দিয়েই প্রতিদিন যমুনা কেরে নিচ্ছে শত শত বিঘা জমিসহ অসংখ্য বসত ভিটা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীতে পানি বৃদ্ধির সাথে শুরু হওয়া নদী ভাঙন পানি কমা শুরু হলেও চলছে অবিরত নদী ভাঙন।
যমুনা নদীর তীব্র ভাঙনে নিঃস্ব হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর, হাটঁপাচিল , আরকান্দি, পাকুরতলা, বিনুটিয়াসহ বিভিন্ন গ্রামের শত শত একর আবাদি জমিসহ শতাধিক পরিবারের বসত ভিটা, ঘরবাড়ি, গাছপালা নদী গর্ভে বিলিণ হয়েছে গত কয়েক দিনের তীব্র ভাঙনে। রাক্ষসী যমুনার তীব্র গ্রাসে প্রতিদিন কোন না কোন পরিবার নিঃস্ব হয়ে দিশেহারা হচ্ছে।
হাটঁপাচিল গ্রামের যমুনা নদীতে নিঃস্ব হওয়া মোঃ চতুর ইসলাম বলেন, গত কয়েক মাস হলো যমুনা নদীতে প্রতিদিন ভাঙন চলছে। আমাদের গ্রামের প্রায় শতাধিক ঘরবাড়ি যমুনায় বিলীন হয়ে গেছে । আমাদের শেষ সম্বল ছিল বসত ভিটা সেটাও নদীতে চলে গেছে, এখন আমাদের কী হবে?? এ সময় তাঁর মুখে ছিল অসহায়ত্বের ছাপ আর দুই চোখে ছিল নয়ন ভরা জল। এই মুহূর্তে থাকার যায়গা নির্ধারণ করা ও অর্থনৈতিক ভাবে নিঃস্ব হয়ে যাযাবরের মতো জীবন যাপন করতে হচ্ছে
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.