এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হয়েছে রথযাত্রা উৎসব।
আজ শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ পুরাতন বন্দর নাট মন্দির থেকে সংকীর্তন সহ রথযাত্রা শুরু হয়। শত শত সনাতন ধর্মাম্বলী নর-নারী, বৃদ্ধা-শিশু, যুবক-যুবতী এই রথ যাত্রায় পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রথ যাত্রাটি নাট মুন্দিরে এসে শেষ হয়।
রথ যাত্রায় প্রধান অতিথি হিসেবে রথ যাত্রার উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ পৌর মেয়র মুকিতুর রহমান রাফি।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার ওসি(তদন্ত) বুলবুল ইসলাম,পৌরসভার কাউন্সিলর মোকলেছুর রহমান প্রধান,উপজেলা হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শৈলেন্দ্র মোহন রায়,স্বপন, সাধারণ সম্পাদক আশীষ কুমার দাস রন্টু,থানা সেকেন্ড অফিসার এস আই সঞ্জয় সাহা,এডভোকেট ভবেশ চন্দ সরকার,। নাট মন্দির কমিটির সভাপতি গোবিন্দগঞ্জ সাহা,সাধারন সম্পাদক নিতু সরকার।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.