রাসেদুল ইসলাম রাসেল,সোনারগাঁ, নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ ৯৫ফাউন্ডেশনের উদ্যোগ সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পানিবন্দি অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।বিশাল জলরাশিতে চরম দুর্ভোগে থাকা মানুষগুলোর মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেন এই ফাউন্ডেশন।
ত্রান কার্যক্রম কমিটির একজন,দৈনিক আলোচিত কন্ঠের সোনারগাঁ প্রতিনিধি রাসেদুল ইসলাম রাসেল বলেন,আমরা যেদিকেই তাকিয়েছি চারিদিকে শুধু পানিতে ডুবে থাকা বাড়িগুলো ছাড়া কিছুই দেখিনি।বিচ্ছিন্ন দ্বীপের মতো মনে হচ্ছিল বাড়ি গুলো।খাদ্যসামগ্রী বিতরণের কথা শুনে হুমড়ি খেয়ে পড়ছিল অসহায় মানুষগুলো। বিচ্ছিন্ন বাড়ি গুলো থেকে নৌকা নিয়ে ছুটে আসছিল অসহায় নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা এমনকি শিশুরাও। ত্রাণের জন্য তাদের হাহাকার দেখে অনেকের মনই কেঁদে উঠেছে। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব দুর্গম এলাকায় যাওয়ার।যেখানে সাধারণত কেউ যেতে চায়না,আমরা সেসব এলাকায় যাওয়ার চেষ্টা করেছি। আমাদের আকাঙ্খার কারণেই হয়তো মহান আল্লাহ তায়ালা আমাদের সেইসব এলাকাতে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। যে কারণে গত কয়েকদিন ধরে অমানুষিক পরিশ্রম করার পরেও দিন শেষে সবাই আত্মতৃপ্তি নিয়ে বাড়ি ফিরতে পেরেছি।
এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: সাজেদুল ইসলাম। তিনি বলেন,অনেক সংগঠন কিছু খাদ্যসামগ্রী নিয়ে আসে। এরপর পৌর এলাকার লোকালয়ে তা বিতরণ করে ফটোসেশন করে চলে যায়। তারা পানিবন্দী দুর্গত এলাকায় যায়না। কিন্তু নারায়ণগঞ্জ ৯৫ ফাউন্ডেশন যেভাবে পানিবন্দী দুর্গত এলাকাগুলোতে গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেটা অবশ্যই প্রশংসনীয়।
এছাড়াও নারায়ণগঞ্জ ৯৫ ব্যাচের সাথে সহযোগিতায় ছিলেন স্থানীয় উপজেলার ৯৫ এর বন্ধুরা।উপজেলা পরিষদে কর্মরত অরূপ, আখলাক, প্রথম আলোর জগন্নাথপুর প্রতিনিধি অমিত, কালের কণ্ঠের জগন্নাথপুর প্রতিনিধি আলী আহাম্মদসহ অপরাপর বন্ধুরা।
জগন্নাথপুর উপজেলা পরিষদে কর্মরত অরূপ জানিয়েছে জগন্নাথপুরে এ ধরনের ভয়াবহ বন্যা এর আগে হয়নি।উপজেলা পরিষদের পক্ষ থেকে তারাও ত্রাণসামগ্রী বিতরণ করছেন। তবে শুক্রবার পানিবন্দী মানুষের ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে পেরে যে আত্মতৃপ্তি সেটা অন্যরকম অনুভূতি। সুদূঢ় নারায়ণগঞ্জ থেকে খাদ্যসামগ্রী নিয়ে জগন্নাথপুরের দুর্গত এলাকার বন্যার্তদের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করায় তিনি নারায়ণগঞ্জ ৯৫ ফাউন্ডেশনের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৯৫ ফাউন্ডেশনের সমন্বয়ক দৈনিক আলোকিত বাংলাদেশের নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফ সুমন, দৈনিক আলোচিত কন্ঠের সোনারগাঁ প্রতিনিধি রাসেদুল ইসলাম রাসেল, আশরাফুল ইসলাম টুকু, জাকির হোসেন, নূরুন্নবী সিদ্দিকী নবী, মোশারফ হোসেন রনি,নিয়াজুল ইসলাম, আরিফুল হক সুমন,।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.