তৌহিদুর রহমান পলাশ, বানিয়াচং,হবিগঞ্জঃঅব্যাহত শিক্ষক নির্যাতন, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হবিগঞ্জের বানিয়াচংয়ে উদীচীর সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ জুলাই) সকাল ১১টায় বানিয়াচং কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বানিয়াচং উপজেলা শাখার সভাপতি রিপন চন্দ্র দাশ'র সভাপতিত্বে ও সাবেক দপ্তর সম্পাদক শিক্ষক সনজু কুমার দাশ'র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বানিয়াচং আইডিয়াল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, হিন্দু-বৌদ্ধ-খ্রস্টান ঐক্য পরিষদ বানিয়াচং উপজেলা শাখার সভাপতি শিক্ষক বিপুল ভূষন রায়, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান, উদীচীর জাতীয় পরিষদ সদস্য ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ তাহের, মহারত্নপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন দেব, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, বানিয়াচং আইডিয়াল কলেজের প্রভাষক সাংবাদিক জসিম উদ্দিন, উদীচী বানিয়াচং শাখার সাধারণ সম্পাদক রিতেষ কুমার বৈষ্ণব, উদীচী মার্কুলী শাখার আহবায়ক ঊষা রাণী অধিকারী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শফিউল আলম খান মুছা, বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক নির্মল আচার্য, প্রচার সম্পাদক নানু মিয়া, মকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কান্তি গোপ, চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপু চন্দ্র গোপ, জাতুকর্ণপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম ও পুরানবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুপুর কুমার দেব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ হবিগঞ্জ জেলা ফোরামের সদস্য ও উদীচী বানিয়াচং শাখার সহ-সভাপতি তৌহিদুর রহমান পলাশ, উদীচী বানিয়াচং শাখার কোষাধ্যক্ষ সুভাষ বৈদ্য, বাংলাদেশ হিন্দু মহাজোট বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক গৌতম পান্ডে, উপজেলা পুজা উদযাপন পরিষদের সদস্য রনজয় দাশ বাপ্পী, মন্দরী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বীরেশ চন্দ সরকার, বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক দীপক কুমার ঘোষ, আনিছুর রহমান কাজল, সুকেশ পাল, ইমদাদুল হক, মহারত্নপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিঠু কিশোর আচার্য, রাশেদুল ইসলাম, মিজানুর রহমান, পুরানবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মানিক চন্দ্র নাগ, উদীচী বানিয়াচং শাখার সম্পাদক মন্ডলীর সদস্য দুর্জয় দাশ স্মরণ, উদীচীকর্মী লিপি সুলতানা মনি, মিনহাজ চৌধুরী আয়েশ, ইমদাদুল হক হৃদয়, শ্রাবণ রহমান, হামিদুর রহমান, মোঃ ফাহিম মিয়া, বাপ্পা মিয়া, বৃষ্টি গোপ, তানজিমা সুলতানা শেলী, বক্সার আমির উদ্দিন শিমুল প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.