জাকির হোসেন,বরিশাল প্রতিনিধিঃ শিক্ষক হত্যা ও হেনস্থার প্রতিবাদে বানারীপাড়ায় শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। ২ জুলাই শনিবার বেলা ১১টায় বানারীপাড়া পৌর শহরের ডাকবাংলো মোড়ে সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকার হত্যা ও নড়াইল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে হেনস্থা করাসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক লাঞ্চনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালের বানারীপাড়ায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক,মাদরাসা,প্রাথমিক ও ভোকেশনাল শিক্ষক সমিতির ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে অংশ নেয়। বরিশাল জেলা ও বানারীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বানারীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফরোজা বেগম, কলেজ গভর্নিংবডির সদস্য ও বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি রাহাদ সুমন, সহযোগী অধ্যাপক কবির হোসেন, প্রভাষক গোলাম সরোয়ার,বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মাকসুদা আক্তার,উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির যুগ্ন সম্পাদক ও গাভা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কে এম শফিকুল আলম জুয়েল, ভোকেশনাল শিক্ষক সমিতির বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, বানারীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাওসার হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি একেএম মজিবর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক আ. সালাম, , ধারালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুহুল আমিন মাষ্টার, আলহাজ্ব দলিল উদ্দিন দাখিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আ. মোতালেব প্রমুখ। বক্তারা এসময় বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে যেমন শিক্ষকরা ঝাঁপিয়ে পড়েছিলেন তাঁর স্বপ্নের সোনারবাংলা গড়তে বঙ্গবন্ধু কন্যার সারথী হিসেবে বিশেষ ভূমিকা রাখছেন। বঙ্গবন্ধু কন্যা শিক্ষক বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির আলোকবর্তিকা শিক্ষকদের অবমাননা ও লাঞ্চনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন এ আস্থা ও ঐকান্তিক বিশ্বাস বানারীপাড়াসহ গোটা শিক্ষক সমাজের।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.