মোঃসোলায়মান হোসাইন সোহান,কাশিমপুর থানা প্রতিনিধিঃগাজীপুর মেট্রোপলিটন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী (মুজারমিল) এলাকা থেকে জুয়েল হোসেন(২৩), মোঃ নিলয় হোসেন( ২০)৷ তারেক জিয়া (১৯), জুয়েল রানা (১৮) নামে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ।
গত ২৮ জুন (মঙ্গল বার) আশুলিয়া থানার সামনে হতে যাত্রীবেশে ৬/৭ জন অজ্ঞাতনামা ডাকাত সাভার পরিবহন, রেজিঃ ঢাকা মেট্রো-ব-১৫-২৬৯১ বাসে উঠে।
ডাকাত দল বাসের কন্টাক্টর মোঃ রিপন দেওয়ানকে মারপিট করে ড্রাইভার জুনায়েদকে ধারালো চাকু দিয়া আঘাত করে ১ জন ডাকাত বাসটি নিয়ন্ত্রণ নেয়।
পরে জিরানী বাজারস্থ রেডিয়্যাল ইন্টাঃ ফ্যাক্টরী এর সামনে যাত্রীদের চোখ, হাত বেধে রেখে ডাকাতরা পালিয়ে যায়।
কাশিমপুর থানা সূত্রে জানা যায়, মোঃ হাসেম আলী (৩৪) এর অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেন কাশিমপুর থানা একাধিক দল। তথ্য প্রযুক্তির সহায়তায় লুন্ঠিত হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র সহ ৪ জন ডাকাতকে গ্রেফতার করে কাশিমপুর থানা পুলিশ।
এসময় তাদের থেকে ২ টি সুইচ গিয়ার চাকু, ১টি চাপাতি সহ ১২,০১০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় যে তারা দীর্ঘদিন ধরে নবীনগর হতে টাঙ্গাইল মহাসড়কে বাসে ডাকাতি করে আসছিল। ওই দিনের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং পলাতক আরো দুই সহযোগী আসামিদের নাম- ঠিকানা প্রকাশ করে ডাকাতরা।
গ্রেফতারকৃত ৪ আসামিরা হলো মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার লাল মিয়া শেখের ছেলে জুয়েল হোসেন।
ময়মনসিংহ জেলার ধোরাউর থানার আব্দুস সোবহান এর ছেলে নিলয়
মানিকগঞ্জ জেলার ঘিওর থানার মৃত আয়েব পোদ্দারের ছেলে তারেক
লালমনিরহাট জেলার কালিগন্জ থানার আদম আলীর ছেলে জুয়েল রানা
তারা সকলে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় ভাড়া থাকত।
পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.