মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট প্রতিনিধিঃ সাভারের প্রভাষক উৎপল কুমার সরকারকে হত্যা ও নড়াইলের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্চিত করার প্রতিবাদে সিলেটের জৈন্তাপুরে শিক্ষকদের মানববন্ধন সম্পন্ন হয়।
০৩ জুলাই রবিবার দুপুর ১২ টায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর বাস স্টেশনে বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিলের পরিচালনায় ও হযরত শাহজালাল (রহঃ) ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজয় রায়ের সভাপতিত্বে উপজেলার সকল কলেজ, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষকদের মানববন্ধন সম্পন্ন হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিজন চন্দ্র বিশ্বাস, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের অধ্যক্ষ রোহিনী রঞ্জন দে, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ কামরুল আহমদ, রমজান রুপজান বাগেরখাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল হক, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, জৈন্তাপুর বিয়াম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলী সরকার, চিকনাগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন লিটু, সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউল আলম, মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা অঞ্জনা দেবীনাথ, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার, আমিনা হেলালী টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক হেলাল আহমদ, হেমু তিনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ।
আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজেন বিশ্বাস, মামুনুর রশিদ, ফরিদ উদ্দিন, রফিকুল ইসলাম সহ মাদরাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজ আহমদ খালেদ, মোহাম্মদ শাহিনুর রহমান, পূর্ণিমা অধিকারী, মিলন কুমার, শুক্ল দেবনাথ, বজেন্দ্র নমঃ, রবীন্দ্র দেব, রাজিব বিশ্বাস, রফিকুল মুরছালীন, মোঃ সাজ উদ্দিন, মাওলানা রফিক আহমদ, জসিম উদ্দিন সরকার এবং জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, কুতুব উদ্দিন সহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সাভারের প্রভাষক উৎপল কুমার সরকারকে হত্যা ও নড়াইলের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্চিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অপরদিকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ২০১১ সালে শিক্ষকদের উপর আরোপিত বিধিনিষেধ তুলে পূর্বের মতো শিক্ষকদের পূর্ণ অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.