মোঃ রায়হান জোমাদ্দার স্টাফ রিপোর্টার BIG CLUSTER 13 ZONE এই স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে এসএসসি-২০১৩’ ব্যাচের পরিবারের সমন্বয়ে গঠিত ফেসবুক গ্রুপ ‘ ঢাকাস্থ এসএসসি-২০১৩ বাংলাদেশ এর উদ্যোগে রাজধানী ঢাকায় দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে “এসএসসি ১৩ মিলন মেলা ২০২৫। আজ ১৬ মে (শুক্রবার) রাজধানী ঢাকার কেন্দ্রীয় কচি কাঁচার মেলা সেগুনবাগিচা মিলনায়তনে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। উক্ত মিলন মেলায় সকাল ৯ টায় ফুল দিয়ে বরণ ও টি-শার্ট বিতরণের মাধ্যমে শুরু হয়ে, সকালের নাস্তা, এরপরে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত দুপুরের খাবার, যেমন খুশি তেমন সাজো, পুরষ্কার বিতরণীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিচালিত হয় ,রাত আট টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হওয়ার কথা রয়েছে। মনোজ্ঞ ও জমকালো আয়োজনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মিসেস সুমা আক্তার, মিসেস নীলা আক্তার, মোঃ রবিন, মো: রিমন হোসেনের পাশাপাশি মঞ্চ মাতাবেন এসএসসি ২০১৩ ব্যাচের গায়ক, নৃত্যশিল্পী, কৌতুক অভিনেতা সহ সাংস্কৃতিক অঙ্গনের অন্যান্য ব্যাক্তিরা। আয়োজন কমিটি অনিক মাহমুদ মিরাজ ,ইসরাফিল আলম তুহিন ,সজীব সরদার , মোঃরায়হান জমাদ্দার ,ফাহিম ,তরিকুল ,রাসেল, রাহাত হোসেন,এস এম রায়হান ,সোহেল,এফ এম ইমরান ,ইমন ,রিজভী ,রিয়াজ,রনি হক ,সুমি ত্রিপুরা,মহিমা।“পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কটির নাম বন্ধুত্ব” এই চিরসত্য বাক্যটির গভীরতা কতটা, তা তখনই বোঝা যায় যখন যাপিত জীবনে খুঁজে পাওয়া যায় সত্যিকারের বন্ধুদেরকে। আবার দুঃখের দিনগুলোতেও লড়াইয়ের তুমুল সাহস জোগায়’ এই বন্ধু। তাই এমন একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বন্ধু দের সাথে একদিন সময় কাটানোর সুযোগ আমাদেরকে আরো কাছাকাছি থাকতে সহযোগিতা করবে বলে মনে করি
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd