জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপঃ ইতালিতে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশীদের অবস্থান ও ব্যাবসা প্রতিষ্ঠান । সুনামের সাথে ব্যাবসা পরিচালনা করায় অনেক ইতালিয়ানরাও এখন বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান হতে খাবার খেতে দেখা যায়। যেটা আগে তেমন চোখে পরেনি । দীর্ঘদিন ইতালির ভেনিসে বসবাসরত ঢাকার দোহারের নূর আলী পাঠান জিল্লু , প্রথম ব্যবসা শুরু করেন আল মদিনা বাংলা মিষ্টি ঘর দিয়ে। ব্যাবসা বেশ ভালো হওয়ার কারনে ভেনিসের মেস্রে তে মাছ, মাংস , সহ হালাল পন্যের ব্যাবসা প্রতিষ্ঠান উদ্ভোধন করা হলো । জম জম নামের এই পৃরতিষ্ঠানটি ফিতাকেটে উদ্ভোধন করেন ভেনিসে বসবাসরত তিন জন মসজিদের ইমাম । সে সময় দোয়া র আয়োজন করা হয়। দোয়ায় ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেনিসের মেস্রে ও মারঘেরা ৪ টি মসজিদের মুসল্লী ও কমিউনিটি নেতৃবৃন্দ । জম জম হালাল প্রতিষ্ঠানের মালিক নূর আলী পাঠান জিল্লু জানান, প্রবাসের মাটিতে আমরা হালাল পন্য খুব কম পেয়ে থাকি। তাই বিভিন্ন দেশের মুসলমানদের কথা চিন্তা করে হালাল পন্যের ব্যাবসা শুরু করলাম। নতুন এ প্রতিষ্ঠান টি টিকিয়ে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। উল্লেখ্য যে , এই প্রথম কোন প্রতিষ্ঠান বিশিষ্ট কোন ব্যাক্তিকে দিয়ে উদ্ভোধন না করিয়ে তিন জন মসজিদের ইমাম দের নিয়ে উদ্ভোধন করায় কমিউনিটির অনেকেই অবাক হয়েছেন , সেই সাথে ব্যাবসায় সফলতা কামনা করেছেন ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.