জামালপুর প্রতিনিধিঃ শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী জামালপুরের অভ্যন্তরে মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপন সংক্রান্ত বিষয়ে বীর মুক্তিযোদ্ধাগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (০৫ জুলাই) সকালে জেলা পরিষদ মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আসাদুজ্জামান নূর এমপি।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজাত আলী ফকির এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি।
আরও বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ জাদুঘর এর ট্রাস্টি মফিদুল হক, বিশিষ্ট লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা হারুণ হাবীব, মুক্তিযুদ্ধ জাদুঘর এর ট্রাস্টি সারা যাকের,জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমূখ।
আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.