মোঃ হামিদুল ইসলাম,রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
অদ্য মঙ্গলবার
কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য অধিদপ্তর এর উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ ৫ জুলাই উপজেলা পরিষদের সভাকক্ষে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, ওসি (তদন্ত) পবিত্র কুমার রায়। কর্মশালাটি পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো: আবু জাফর। কর্মশালায় উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ, এবং ৭ ইউপি’র জনপ্রতিনিধিগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক এবং গণমাধ্যমের নেতৃবৃন্দসহ ১৫০ জন অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.