এস.এম.বিপু রায়হান,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে যানবাহনের ধীরগতি থাকলেও সেতুর পশ্চিমপ্রান্তে সিরাজগঞ্জ অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সেতুর পশ্চিমপাড়ে যানজটের মূল কারণ ঝুঁকিপূর্ণ নলকা সেতুর পাশে নবনির্মিত সেতুটি খুলে দেয়া হয়েছে। মহাসড়কের খানাখন্দ ঈদ উপলক্ষে সংস্কার করায় যানবাহনগুলো যানজটে পড়বে না বলে পুলিশ আশা প্রকাশ করেছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সকাল ১০টার পর থেকে বিকেল ৪টা পর্যন্ত কোন গাড়ির চাপ নেই।
মহাসড়কে একেবারে স্বাভাবিক রয়েছে। বিকেল ৫টার পর থেকে সকাল ১০টা পর্যন্ত গাড়ির চাপ থাকলেও কোনো যানজটের সৃষ্টি হয় না।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, এ বছর নলকার নতুন সেতুটি খুলে দেয়ায় যানজটের কোনো শঙ্কা নেই। এরপরও বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি টহল জোরদার রয়েছে।
কোনো দুর্ঘটনা বা যানবাহনে ত্রুটি দেখা দিলে দ্রুত অপসারণের ব্যবস্থা রয়েছে। এবার ঈদ যাত্রা যেন নির্বিঘ্ন হয় সেদিকে পুলিশ মহাসড়কে তৎপর রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.