রশিদুল ইসলাম রিপন, লালমনিরহাটঃপবিত্র ঈদ উল আযহা উপলক্ষে "মোস্তাঈন মোশন" (Mostain Motion) টীম এর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত পথ শিশুদের মাঝে নতুন পোশাক সহ অসহায় হতদরিদ্রের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫জুলাই) ঢাকা, নারায়ণগঞ্জ , লালমনিরহাট, কুড়িগ্রাম জেলায় সুবিধা বঞ্চিত প্রায় ১০০ পথশিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ সহ ৫০ জন অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদের বাজার উপহার সামগ্রী সহ নগত অর্থ তুলে দেন সেচ্ছাসেবী সংগঠন "মোস্তাঈন মোশন" (Mostain Motion) টীম এর সদস্যরা।
এ কাজে কুড়িগ্রাম জেলায় অংশ গ্রহন করেন টীমের অন্যতম সদস্য, হাফিজ মুহম্মদ আবু তাহির। হাফিজ মুহম্মদ আলী। হাফিজ মুহম্মদ রাসেল ইসলাম। তানভীর হাসান। আয়েশা শাহরিয়ার। মোশ্তারী তালুকদার। মুহম্মদ সোহানুর রহমান। মুহম্মদ সাইদুল ইসলাম লিমন। মুহম্মদ মনির খান। সৌরভ ইসলাম।
লালমনিরহাট জেলায় অংশ গ্রহন করেন,
হাফিজ মুহম্মদ হাবীবুল্লাহ আল হাদী। হাফিজ মুহম্মদ আনাস আলী। মুহম্মদ খাদিমুল ইসলাম (মারুফ)। রিফাত তামান্না।
বিশেষ ভাবে ঢাকার বিভিন্ন স্থানে পথশিশু সহ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে নতুন জামা, নগত অর্থ সহ ঈদের বাজার হাতে তুলে দেওয়া হয়।
ঢাকাতে অংশ গ্রহন করেন,
পীরজাদা মুফতী মাকনুন তালুকদার। এইচ এম আব্দুল্লাহ আল আমীন আজাদী, মুহম্মদ রাইসুল ইসলাম, হাফিজ মুহম্মদ মোস্তফা কামাল। মুহম্মদ তৌফিক হাসান (স্টার্স)। মুনতাহা ইসলাম মুন।
এ সময় "মোস্তাঈন মোশন" (Mostain Motion) টীমের প্রধান পরিচালক মাওলানা ক্বারী আহমদ তালুকদার বলেন, আমাদের উদ্দেশ্য এসব সুবিধা বঞ্চিত, অসহায় পথশিশুরা যেনো ঈদের দিনে অন্তত নতুন পোশাক পরতে পারে। অসহায় মানুষরা যেনো অন্তত ঈদের দিনটা ভালোমন্দ কিছু খেতে পারেন। ঈদের আনন্দ সবার মাঝে যেনো ছড়িয়ে পরে। ঈদের দিনে যেন এই মুখ গুলোতে হাসি ফুটে ওঠে। তবেই আমাদের সার্থকতা।
এসময় বিত্তবান ধনী লোকেদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, এসব পথশিশু সহ অসহায় মানুষের হক্ব বিত্তবান সম্পদশালীদের ধন সম্পদে থাকে, যা পথশিশু এবং অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দেয়া অত্যাবশ্যক।
"মোস্তাইন মোশন" টীমের পক্ষ থেকে কুড়িগ্রাম, লালমনিরহাট জেলা ছাড়াও রাজধানী ঢাকা সহ নারায়ণগঞ্জ জেলাতেও এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.