কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ধরলা নদীর বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলার বুড়াবুড়ি ইউনিয়নের ৫টি চর গ্রামের কয়েকশত পরিবারকে খাদ্য সামগ্রী দেয় বেসরকারী উন্নয়ন সংগঠন বন্ধন মানবিক কল্যান সংস্থা।
বুধবার দুপরে এই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বন্ধন মানবিক কল্যান সংস্থার চেয়ারম্যান হাসানুর রহমান পাভেল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম উন্নয়ন ফোরাম আহ্বায়ক আতাউর রহমান বিপ্লব, টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর প্রমূখ।
খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু,শিশুদের জন্য গুড়া দুধ, বিস্কুট, চকলেট।
উদ্যোগতরা জানান, খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি বন্যার্তদের জন্য কৃষি পুনর্বাসনসহ চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সংগঠনের কার্যক্রম অব্যহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.