দেশে শ্রীলঙ্কার মতো অর্থনৈতিক সংকট এখন পর্যন্ত না আসলেও ভবিষ্যতে তা হতে পারে উল্লেখ করে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে৷আজ মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সিলেট জেলার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ উপজেলার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।ওবায়দুল কাদের বলেন, শ্রীলঙ্কার মতো দেশে নানা সংকট তৈরি হয়েছে। তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেই। আজকে বিশ্বের দেশে দেশে এই সমস্যা প্রকট আকার ধারণ করছে।
এসময় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, আমরা এখনও তার সাম্য অবস্থায় আছি। তেমন কোনো সংকট আমাদের সামনে আসেনি। তবে, হতে পারে৷ কাজেই আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।তিনি বলেন, যারা মিথ্যাচার করে সরকারের চরিত্র হননের অপচেষ্টা করছে তাদেরকে কাজের মাধ্যমে জবাব দেয়া হবে৷ কারণ, আওয়ামী লীগের ইতিহাস, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর ইতিহাস৷
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.