জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ : বাংলাদেশের জনপ্রিয় বেসরকারী স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশন টেলিভিশন এর বিজনেস এডিটর জিয়াউল হক সবুজ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। জিয়াউল হক সবুজ সংক্ষিপ্ত সফরে ইতালী আগমন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালীর নেতৃবৃন্দ। সে সময় কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রেসক্লাবের পক্ষ থেকে জিয়াউল হক সবুজ কে ফুলের শুভেচ্ছা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালী এর সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ উল্লাহ সোহেল এর সঞ্চালনায় ভেনিস বাংলা স্কুল এর হল রুমে৷ আয়োজিত মতবিনিময় সভায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ভিশনের বিজনেস এডিটর জিয়াউল হক সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুল এর সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার। মতবিনিময় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মানবতার ফেরিওয়ালা খ্যাত সামাজিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মোবারক হোসেন, পরে স্বাগত বক্তব্য রাখেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালীর সিনিয়র সহ-সভাপতি সোহেলা আক্তার বিপ্লবী, সহ সভাপতি সোহানুর রহমান উজ্জল, মোহাম্মদ মুন্না, বাংলা স্কুল এর সহ সভাপতি নাসির উদ্দিন পান্না, রাজনৈতিক ও এস্রা র কমিউনিটি ব্যক্তিত্ব কালাম খান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে সকলে প্রধান অতিথি জিয়াউল হক সবুজ কে সম্মাননা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানান।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd