জান্নাতুল ফেরদৌস,কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃকুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান(৩৫) রুবেলর হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে কুমারখালির গড়াই নদীর বিজ্র নিচ থেকে নিখোঁজের ৫ দিন পর লাশ তার উদ্ধার।
রুবেলের হত্যাকারিদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবী করে কুষ্টিয়া সব পত্রিকা বন্ধ ঘোষণা করেছে সাংবাদিক মহল।
গত ৩ জুলাই রাত ৯ টার দিকে সাংবাদিক রুবেলকে কুষ্টিয়া বাবর আলী গেটের নিকট তার অফিস থেকে মোবাইল ফোনে কে বা কাহারা ডেকে নেয়। এর পর থেকে সে নিখোঁজ হয়। ঘটনার ৫ দিন পর বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে কুষ্টিয়া গড়ায় নদীর ব্রীজের নিকট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রুবেল কুষ্টিয়া হাউজিং এ ব্লকের হাবিবুর নহমানের ছেলে এবং তিনি দৈনিক কুষ্টিয়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.