মোঃ ওসমান গনি ইলি, কক্সবাজারঃ আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে কুরবানীর পশুর হাট জমে উঠেছে। এসব হাটের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া কার্যক্রম তদারকির জন্য অদ্য ০৭/০৭/২০২২ খ্রিঃ তারিখ কক্সবাজার জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ হাসানুজ্জামান পিপিএম কোরবানির পশুর হাট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন। পাশাপাশি ইজারাদার কর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কেও খোঁজখবর নেন। ক্রেতা বিক্রেতা উভয়কেই কোথাও কোন রকমের চাঁদা প্রদান করতে হচ্ছে কিনা জিজ্ঞাসা করেন। কোরবানির পশু হাটে পশু আনা -নেয়া বা বিক্রয়কালীন যে কোন প্রকার চাঁদাবাজি কঠোরভাবে দমন করা হবে মর্মে হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় তিনি পশুহাটে স্থাপিত পুলিশের বুথে জাল টাকা সন্দেহ হলে জাল টাকা সনাক্তকারী মেশিনে তা পরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট সকলকে উদ্বুদ্ধ করেন।
পাশাপাশি করোনা সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরামর্শ দেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.