মাগুরা শালিখা প্রতিবেদক,বোরহানঃ মাগুরা শালিখা উপজেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্তঃ জেলা মটর সাইকেল চোর চক্রের ৭ সদস্য সহ তিনটি চোরাই মটর সাইকেল জব্দ করেছে৷ গতকাল পুলিশ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে চোরাই মটর সাইকেল সহ আটক করে৷ পুলিশ জানাই শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ বিশারুল ইসলামের তত্তাবধানে এসআই রকিবুল ইসলাম,এএসআই আবুর বাশার,এএসআই গনি মিয়া সংগীয় ফোর্স শালিখা থানা এলাকাসহ মাগুরা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মটর সাইকেল চোর চক্রের সদস্য মাগুরা সদর থানার ছয়চার গ্রামের সিহাব হোসেনের ছেলে মোঃ আফ্রিদী হোসেন(২১), টিলা গ্রামের মোহাম্মদ আলী মোল্যার ছেলে রফি উদ্দিন(৩০),উজিরাবাদ মালঞ্চী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ শাকিল হোসেন(২১),ভাবনহাটি গ্রামের মৃত মোক্তাদের মোল্যার ছেলে মোঃ উবাইদুর মোল্যা(৫৫), শালিখা উপজেলার ভাটোয়াইল গ্রামের মৃত উত্তম সরকারের ছেলে সুমন সরকার(৩০), পোড়াগাছি গ্রামের মৃত দীনো বন্ধু মন্ডলের ছেলে প্রদীপ মন্ডল(৩৭), উজগ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ সৌকত মাহমুদ সোহাগ(২৭)কে আটক করে তাদের নিকট হতে তিনটি বাজাজ পালসার চোরাই মটর সাইকেল উদ্ধার করা হয়৷ আটককৃতদের আজ বৃহস্পতিবার মাগুরা আদালতে সফর্দ করা হয়েছে৷ এব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে৷
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.