স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ খুলনা জেলা পুলিশ সুপার জনাব মোহম্মদ মাহবুব হাসান বিপিএম এর দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার সি-সার্কেল জনাব মোহম্মদ রাশেদ হাসান এর তত্ত্ববোধনে দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্বল কুমার দত্ত এর নেত্বতে থানার উপপরিদর্শক আকরাম হোসেন সঙ্গীয় সহকারী উপপরিদর্শক ইমাম মোল্লা সহকারী উপ-পরিদর্শক আনিছুর রহমান, ক/৭০৯ মোঃহারুনুর রশীদ,ক/৫৯০ কামরুজ্জান শরীফ,
৭ জুলাই বৃহস্পতিবার বিশেষ অভিযান পরিচালনা কালে সুতারখালী এলাকা থেকে জুয়াখেলা কালিন ৫ জুয়াড়ী কে আটক করেছে। ,অভিযান পরিচালনাকালে দাকোপ থাানার সুতারখালী গ্রামের সঞ্জয় মন্ডল পিতা কিরন মন্ডলের মৎষ্য ডিপোর টিনের ঘরের মেঝেতে বসে প্রকাশ্যে জুয়াখেলা অবস্হায় আসামী সঞ্জয় মন্ডল (৫০) পিতা কিরন মন্ডল,স্বপন রায়(৫৬) পিতা মৃত সুধীর রায়,অশোক পাল (৪০) পিতা মৃত নগেন্দ্রনাথ পাল,সর্বসং শ্রীনগর,ক্ষিতিশ মন্ডল +৩৪) পিতা বক্মিম মন্ডল,পরিমল মন্ডল (৫৫) পিতা মৃত ভদ্রকান্ত মন্ডল উভয় দাকোপ থানার সুতারখালী এলাকার তাদের গ্রেফতার করে থানা পুলিশ।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে ৩/৪ ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.