রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ৮ জুলাই সকাল ১১ টায় রানীশংকৈল প্রেসক্লাব পুরাতনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও সাংবাদিক সম্মেলন করেন উপজেলার ৮ নং নন্দুয়ার ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল বারী। এসময় সেখানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম,সাবেক সভাপতি কুসমত আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজন, সাবেক,যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী,সহ সভাপতি রুহুল আমিন, সদস্য রেজাউল করিম রাজা ও মাহাবুব আলম (প্রমুখ) । এসময় সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থী আঃ বারী বলেন আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে রাজনীতি করছি বিগত ২বার আওয়ামী লীগ সরকার আমাকে মনোনয়ন দিয়েছে সামান্য কিছু ভোটে হেরে গিয়েছি এবার জনগণের দোয়া ভালোবাসা আস্থা অর্জন করেছি , বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে ৩য় বারের মতো এবারো নৌকা মার্কা উপহার দিয়েছে আমি এবার সকলের সহযোগিতা পেলে শতভাগ বিজয় লাভ করবো ইনশাআল্লাহ । এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন - আপনারা দেশ ও জাতির বিবেক সত্য তথ্য দিয়ে সহায়তা করবেন কোন প্রার্থী যেন গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি না করতে পারে সেদিকে নজর রাখবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে সেদিকে লক্ষ্য রাখবেন । কোন বিভ্রান্তী মূলক তথ্য যেন আপনাদের সংবাদ মাধ্যমে প্রকাশিত না হয় । তিনি এসময় সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচন করার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.