রাসেদুল ইসলাম রাসেল,সোনারগাঁ, নারায়ণগঞ্জঃ পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে,বালুয়া দিঘীর পাড়া যুব সমাজের উদ্যোগে ১১ই জুলাই সোমবার অনুষ্ঠিত হয়ে গেল জিগবার ফাইনাল খেলা।উক্ত খেলায় ১২টি দল অংশ গ্রহণ করে।ফাইনালে অংশ গ্রহন করা দুটি দল হলো বালুয়া দিঘীর পাড় লায়ন্স একাদশ বনাম নয়ামাটি জুনিয়র একাদশ।৬০ মিনিটের খেলায় গোল শূন্য ড্র হওয়ায় খেলাটি ট্রায়বেকারে পৌছায়।ট্রাইবেকারে ২-১ গোলে নয়ামাটি জুনিয়র একাদশ জয়ী হয়।
ডিগবার টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী ও সোনারগাঁ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট ফজলে রাব্বি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভা আওয়ামীলীগের ভার প্রাপ্ত সভাপতি জনাব তৈয়ব আলী। সভাপতিত্ব করেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ও এলাকার কৃতি সন্তান মনির হোসেন মোল্লা।প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর লায়ন আলী আকবর, উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ আলমগীর হোসেন। উদ্ববোধক হিসেবে উপস্থিত ছিলেন নুরে আলম জিকু সাবেক ছাত্র নেতা ঢাকা বিশ্ব বিদ্যালয়।আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আবেদ আলী, ছালাম,সিরাজ,মাহামুদ হাসান প্রমূখ।
খেলা শেষে অতিথি বৃন্দ খেলয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।যুব সমাজের উদ্দেশ্যে অনুষ্ঠানের সভাপতি মনির হোসেন মোল্লা তার বক্তব্যে বলেন “মাদক ছাড়ো খেলা ধরো”।সমাজের সচেতন মহলকে এলাকার স্কুল-কলেজের ছাত্রদের প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন তিনি।এই সব শিশু কিশোররা যেন কিশোর গ্যাংয়ে পা না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে।ফ্রী ফায়ার, পাবজীর মতো মরন খেলায় যাতে শিশু কিশোররা মেতে উঠতে না পারে সেই দিকে বিশেষ নজর দেয়ার আহবান জানান তিনি। খেলাধুলার সাথে সব সময় জরিত থাকলে এই সব শিশু কিশোররা সব অনৈতিক কাজ থেকে বিরত থাকবে বলে আমি বিশ্বাস করি।তাই এ রকম টুর্নামেন্টের আয়োজন যেন সময় হয় সেই আশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.