কুড়িগ্রাম প্রতিনিধিঃ বানভাসীদের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সহমর্মিতা ফাউন্ডেশন উদ্যোগে কুড়িগ্রামে ৫ হাজার বানভাসী পরিবারে মাঝে কোরবানীর মাংশ,শুকনা খাবারসহ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল আযহার আনন্দ. সবার মাঝে ছড়িয়ে দিতে গতকাল দিনভর সদরের চর যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চর,ভগবতিপুর,শিবের চর সহ একাধিক গ্রামের বানভাসীদের মধ্যে এসব বিতরণ করা হয়
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির কুড়িগ্রাম জেলার উপদেষ্টা সাংবাদিক আতাউর রহমান বিপ্লব,অপারেশন হেড হুমায়ুন কবির সোহেল, প্রতিনিধি তাজুল ইসলাম, যাত্রাপুর ইউপি চেয়ারম্যানের পুত্র আলহাজ্ব ওমর ফারুক প্রমুখ।
সহমর্মিতা ফাউন্ডেশন'র অপারেশন হেড হুমায়ুন কবির সোহেল বলেন,' আমরা সব-সময় আমাদের সংগঠনের চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতায় চেষ্টা করছি গরিব মানুষদের পাশে দাঁড়ানোর। এ জন্যে এই ঈদের খুশি ভাগাভাগি করার জন্য এই প্রত্যন্ত চরে আসা।'
সংগঠনটির উপদেষ্টা সাংবাদিক আতাউর রহমান বিপ্লব বলেন,' কুড়িগ্রামে ১ম ধাপের বন্যায় চরের এসব মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছেন। আমাদের সাধ্যনুযায়ী এই পরিবারগুলোকে ঈদ উপহার দিতে পেরে আমরাও খুশি। সমাজের বিত্তবানা এগিয়ে আসলে আরো বানভাসী মানুষ উপকৃত হবে।'
ঈদ উপহার পেয়ে খুশি বানভাসী জোসনা। তিনি বলেন,'ঈদের দুইদিন গেলো,হামার খবর কাই্যয়ো নিবার আসে নাই। হামরা আজ গোশত ও উপহার পায়া খুব খুশি।'
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.