হেলাল হোসেন কবিরঃ ব্রহ্মচর্য সাধন শিক্ষা প্রতিষ্ঠান ঋষি বিদ্যাপীঠ
এর আয়োজনে লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের ১২ হাত চামুণ্ডা কালি মন্দির প্রাঙ্গনে গুরু পূর্ণিমা পালন ২০২২ এবং আদিগুরু পিতামাতা ও শিক্ষাগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন উপলক্ষে গুরুতত্ত্ব আলোচনা সভা ও ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৩ জুলাই( বুধবার) বিকাল ৩ ঘটিকায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ এর ডি আইজি দেবদাস ভট্টাচাৰ্য্য বিপি এম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি আইজির সহধর্মিণী মধুছন্দা ভট্টাচাৰ্য্য ও লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা পিপিএম (অতিরিক্ত ডিআইজি)।
উক্ত অনুষ্ঠানে গুরুতত্ত্ব বিষয়ক আলোচক করেন ঋষি বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা নারায়ন চন্দ্র রায়।
সভাপতিত্ব করেন ১২ হাত চামুন্ডা কালি মন্দিরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র রায়।
মানপত্র পাঠ করেন ঋষি বিদ্যাপীঠের বার্তা সম্পাদক আনন্দ কুমার রায়।
অনুষ্ঠানে ১৫০ জন সন্তানরা তাদের পিতা- মাতাকে পা ধুয়ে দেন এবং কপালে তিলক, চন্দন দিয়ে গলায় মালা পড়িয়ে দেন।
এসময় লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম, লালমনিরহাট জেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি হীরা লাল রায়, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার চন্দ্র সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবিরসহ বিভিন্ন ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.