মিজানুর রহমান (লাভলু),কানাইঘাট প্রতিনিধিঃসৌদি আরবের হাফার আল বাতেনে কানাইঘাট প্রবাসী ফোরাম এর উদ্দ্যোগে কানাইঘাটের কৃতি সন্তান,সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ রেড- ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য আলহাজ্ব মস্তাক আহমদ (পলাশ) পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব আগমন উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়। আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও মাসুদুর রহমান (টাইগার) এবং সুজন মাহমুদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুজ্জামান খায়ের, সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন, হাফার আল বাতেন সৌদি আরব, নূর নবী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল,শেখ আশরাফ, সভাপতি ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামীলীগ, হাফার আল বাতেন সৌদি আরব,নজরুল ইসলাম,সভাপতি কেন্দ্রীয় আওয়ামীলীগ, হাফার আল বাতেন সৌদি আরব, প্রমুখ।
এসময় মস্তাক আহমদ (পলাশ) বলেন শতাব্দীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি ফুটানো হউক আমাদের অঙ্গীকার। ভয়াবহ বন্যায় এ পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন বিভিন্ন এলাকায় যারা পানিতে ডুবে ইন্তেকাল করেছেন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট তাদের জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আমি নিহতদের পরিবার ও আত্মীয়বর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। সকল ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা মহান আল্লাহর নিকট দোয়া করি, তিনি যেন আমাদের সকল প্রকার বিপদ-আপদ দূর করে দেন এবং বন্যায় যে ক্ষয়-ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠার তাওফিক দান করেন। কানাইঘাট প্রবাসী ফোরাম হাফার আল বাতেন এর সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। অনুষ্ঠানের শেষে মস্তাক আহমদ (পলাশ) কে ফুল দিয়ে শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.