এইচ এম শহিদুল ইসলাম,পেকুয়া প্রতিনিধিঃবিগত ০৪/০৭/২২ ইং তারিখের নির্বাচনী তফসিল অনুযায়ী সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় ১৫/০৭/২২ ইং রোজ জুমাবার পেকুয়া উপজেলার অন্তর্গত সদর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের পূর্ব সরকারী ঘোনা বাইতুল ইজ্জত জামে মসজিদ ও সমাজ পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। তফসিল অনুযায়ী সভাপতি ১জন, সহ-সভাপতি ১জন, সাধারণ সম্পাদক ১জন, ক্যাশিয়ার ১জন, সদস্য ৩জন নির্বাচিত হওয়ার কথা থাকলেও ০৪/০৭/২২ইং থেকে ০৮/০৭/২২ ইং তারিখের মধ্যে সভাপতি পদে ১জন, সহ-সভাপতি পদে ১জন, সাধারণ সম্পাদক পদে ১জন, ক্যাশিয়ার পদে ১জন এবং সদস্য পদে ১জন মনোনয়ন ফরম জমা দেন। ০৮/০৭/২২ একই তারিখে মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হয় ০৯/০৭/২২ইং তারিখ মনোনয়ন পত্র প্রত্যাহারের সুযোগ দেওয়া হয়। মনোনয়ন পত্র জমা দেওয়া সকল প্রার্থী বৈধ এবং কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় ১৫/০৭/২২ইং তারিখ প্রধান নির্বাচন কমিশনার মৌলানা সিরাজুদ্দৌলা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
১.সভাপতিঃ- মোহাম্মদ ইলিয়াস পিতা- শফিউল আলম
২.সহ-সভাপতিঃ- মোঃ আরফান পিতা- মৃত শামসুল আলম
৩.সাধারণ সম্পাদকঃ- মোঃ ছাবের পিতা- কুদ্দুস মিয়া
৪.ক্যাশিয়ারঃ- মোঃ হেলাল উদ্দিন পিতা- ছিদ্দিক আহমদ
৫.সদস্যঃ- মোঃ রেজাউল করিম পিতা- মৃত আবুল হাসেম
কমিটি ঘোষণার সময় পেকুয়া সদর ইউনিয়ন ৪,৫,৬ নং ওয়ার্ডের সম্মানিত মহিলা মেম্বার জাইতুন্নেসা খানম বিজু, সাংবাদিক নাঈমুল করিম, মসজিদ ও সমাজ পরিচালনা কমিটির উপদেষ্টা যথাক্রমে শফিউল আলম,ছিদ্দিক আহমদ, আবুল খায়ের, মৌলানা ইসমাঈল (মসজিদের ইমাম) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার মৌলানা সিরাজুদ্দৌলা বলেন একটি সুন্দর,শৃংখল ও গ্রহনযোগ্য নির্বাচন আমরা সকলে মিলে জনগণকে উপহার দিতে পেরেছি তাই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।এবং নির্বাচনে সার্বিক সহযোগিতা করার জন্য জনগণকে ধন্যবাদ জানাচ্ছি।
নবনির্বাচিত সভাপতি মোঃ ইলিয়াস বলেন জনগণ যে আশা নিয়ে আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছেন তাদের সুখে দুঃখে পাশে থাকব, এবং সমাজে বিদ্যমান মদের,জুয়া,ইয়াবা সহ যাবতীয় অন্যায় প্রতিরোধে সকলকে সাথে নিয়ে একসঙ্গে কাজ করব।
উপস্থিত সকল জনগণ নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.