নিজস্ব প্রতিবেদকঃ লক্ষীপুরের বিভিন্ন এলাকায় ঘুরে রাতের আঁধারে প্রায় তিন শতাধিক সিএনজি চালকের মাঝে শুকনা খাবার বিতরণ করেছেন শ্যামলী আইডিয়াল ইন্সটিটিউটের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার৷
শুক্রবার (১৫ জুলাই) এ খাবার বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়৷
গ্যাস নিতে আসা লম্বা লাইনে শত শত চালকরা জানান, এ লাইনে বিগত ১২-১৫ বছর গাড়ি চালাই কিন্তু আজ অবধি কেউ জানতেও চাইনি কেমন আছি৷ খাবার দেয়নি৷ পাশে দাড়ায়নি৷ আমাদের কথা মাথায় রেখে এমন কর্মসূচি বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি৷
এ বিষয়ে অধ্যক্ষ এম এ সাত্তার বলেন, গ্যাস নিতে লক্ষীপুর সদরের রাস্তা জুড়ে সারি সারি সিএনজি চালকের দীর্ঘ লাইন৷ এদের অনেকে ক্ষুধার্ত, অনেকেই আবার টাকার অভাবে ক্ষুধাকেও মেনে নেন অবলীলায়৷ তাদের কথা ভেবেই গাড়ি ভর্তি শুকনা খাবার সাথে নিয়ে বের হলাম। উদ্দেশ্যে সাধারণ মানুষের মাঝে এসব খাবার পৌছে দেওয়া৷ তাদের হাসির উপলক্ষ হওয়া৷ তাদের কথা শোনা ও পাশে দাঁড়ানো৷ এই মানুষগুলো ভালো থাকা জরুরি ৷ এরা হাসলেই বাংলাদেশ হাসবে৷ লক্ষীপুরের জনসাধারণ না খেয়ে কেউ ঘুমাবেনা ইনশাআল্লাহ। সামনের দিনগুলোতে আর বৃহত্তর পরিসরে এ কার্যক্রম চালু থাকবে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.