রেজওয়ানুল ইসলাম রনি, স্টাফ রিপোর্টার: সন্ত্রাস, মাদকমুক্ত ও মুক্তিযুদ্ধের চেতনায় কামারখন্দ গড়ার লক্ষ্যে বিশাল যুব সমাবেশ ও কনসার্ট করেছে কামারখন্দ উপজেলা যুব কল্যাণ পরিষদ, ঢাকা। বৃহস্পতিবার, বিকেল ৫ টায় উপজেলা সদরের জামতৈল-ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কামারখন্দ উপজেলা যুব কল্যাণ পরিষদ, ঢাকা কতৃক এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য সচিব মোস্তাকিন মোহাম্মদ সামিউ ও শিকর কামারখন্দের অন্যতম সদস্য নওরীন ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা বাবু বিমল কুমার দাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এম.পি। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব (অবঃ) বীর মুক্তিযোদ্ধা মো. মুস্তাফিজুর রহমান। যুব সমাবেশ সন্ত্রাস, মাদকমুক্ত ও মুক্তিযুদ্ধের চেতনার শপথ বাক্য পাঠ করান, সাবেক উপ - বন প্রধান ও সিরাজগঞ্জ জেলা সমিতি ঢাকার সভাপতি (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলী কবির হায়দার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা সুলতানা, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, জামতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকবুল হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের বণ ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য আল মাহমুদ সরকার তারেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সম্পা রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সেখ, বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য আল মাসুদ হাসান সাজু, রায় দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ আকন্দ, বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ জুলফিকার আজাদ, বীর মুক্তিযোদ্ধা গাজী সেকেন্দার আলী প্রমুখ।
সমাবেশ থেকে কামারখন্দের সূর্য সন্তান প্রয়াত বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধা হোসেন আলীকে কা্মারখন্দ রত্ন মরণত্তোর সন্মাননা প্রদান করা হয়। উপস্থিত অতিথিদের কাছ থেকে ক্রেষ্ট গ্রহন করেন তার সুযোগ্য সন্তান শাহ আলম বিপ্লব।
প্রধান অতিথি বক্তৃতায় সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের স্বপ্ন দেখাচ্ছেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধি দেশ গঠনের। সেই স্বপ্ন পূরণে প্রধান হাতিয়ার হিসেবে যুব সমাজ কাজ করবে। তাই প্রথমে একটি মাদক, সন্ত্রাস ও মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান সুন্দর সমাজ গঠন করতে হবে। এছাড়া যুব সমাজই পারে একটি সমাজকে উন্নতির শিখরে নিতে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানের মূখ্য আলোচক সাবেক অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান কামারখন্দ উপজেলা যুব কল্যান পরিষদের এ ধরনের অনুষ্টান যুবকদরে অনুপ্রানিত করবে বলে উল্লেখ করেন। এছাড়া অনুষ্ঠানের সভাপতির ভাষণে পলাশ ডাঙ্গা যুব শিবিরের অন্যতম প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা বাবু বিমল কুমার দাস যুবকদের নিয়ে আরো বৃহৎ পরিষরে কাজ করতে যুব কল্যান পরিষদ নেতৃ বৃন্দকে আহবান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা যুব কল্যাণ পরিষদ, ঢাকার আহ্বায়ক মো. আনিসুর রহমান মুরাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা আব্দুল হালিম মন্ডল, মো. শফিকুল ইসলাম বুলবুল, নারী নেত্রী তাহমিনা ওয়াজেদ মেরীনা, আরজিনা খাতুন লাকী, রুমা খাতুন,
যুবনেতা আলামিন হোসেন বাবু, আজিজুর রহমান বাবু, বুলবুল আহমদ, মিজানুর রহমান মিজু, কামারখন্দ উপজেলা যুব কল্যাণ পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক সাদাত শাহরিয়ার শুভ, সদস্য সংগ্রহ কমিটির আহবায়ক ইদ্রিস আলী, শিকরের অন্যতম সহ - প্রতিষ্ঠাতা তারিকুজ্জামান লিওন, যুব পরিষদ সদস্য সুমন আলী, ছাত্রনেতা পারভেজ রেজা পাভেল, মামুন শেখ, মাসুদ পারভেজ মুন্না, শাহরিয়ার মিম, ইমরান আরেফিন, রবিন রিয়ান, যুব পরিষদ সদস্য সংগ্রহ কমিটির সদস্য সচিব নাইম ইসলাম, যুব পরিষদের নেতা আরিফুল ইসলাম অনিক, মাসুদ রানা আপন সহ বিপুল সংক্ষক যুব ও ছাত্র সমাজের নেতৃবৃন্দ।
সভা শেষে এক মনোজ্ঞ কনসার্ট ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ঢাকা, সিরাজগঞ্জ ছাড়াও স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলো উপজেলা শিল্পকলা একাডেমি, শিকড় কামারখন্দ ও যুগান্তর শিল্পগোষ্ঠী।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.