তাহিরপুর সুনামগন্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নে বানভাসি মানুষের ভেঙে যাওয়া বসতঘর মেরামতের জন্য উন্নত মানের ঢেউটিন ও বাঁশ বিতরণ করা হযেছে। চট্টগ্রামের রাউজানের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরী।
সুনামগঞ্জে তাহিরপুরে বানভাসিদের ঘর মেরামতের জন্য ঢেউটিন বাঁশ উপহার দিয়েছেন।
রবিবার (১৭জুলাই) সকালে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীরের নেতৃত্বে ও তাহিরপুর সদর ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনাব জুনাব আলীর সহযোগিতায় বন্যা দুর্গত তাহিরপুর সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবারের মাঝে ঢেউটিন ও বাঁশ হস্তান্তর করা হয়,ঢেউটিন ও বাঁশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আলী মর্তুজা, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র ণারায়ন বৈশাখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,কাজি মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য রফিকুল ইসলাম,পল্লী সঞ্চয় ব্যাংক ব্যাবস্থাপক মনু লাল রায়,স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল খায়ের, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তুজাম্মেল হক নাছরোম, উপজেলা প্রেসক্লাব সহঃ সাধারন সম্পাদক ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক ও সাংবাদিক আবুল কাশেম প্রমুখ।
মধ্য তাহিরপুর গ্রামের বাসিন্দা রুকিয়া বেগম বলেন 'বন্যার কারণে আমার গর ভাইঙ্গা তছনছ হইয়া গেছে। তিন বেলা খাবার যোগার করতে কষ্ট হয় ঘর বানাইমু কি দিয়া। আইজ চেয়ারম্যান সাবের কাছ থাইক্কা ঢেউটিন আর বাঁশপালা পাইছি। অখন ঘর বানামু।
তাহিরপুর সদর ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনাব জুনাব আলী বলেন, 'বন্যায় সদর ইউনিয়নের প্রায় তিন হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত সরকারি বেসরকারি ও ব্যক্তিগত দানে কিছু গৃহনির্মাণ সামগ্রী দিয়ে ঘর তৈরির কাজে সহযোগিতা করা হয়েছে। বাকি আছে আরও অনেকগুলী পরিবার। ফারাজ করিম সাহেব তাহিরপুর সদর ইউনিয়নের বানভাসি মানুষদের জন্য কিছু গরবাড়ি মেরামতের জন্য ২০ পিস টিন ও ১৩ টি বাঁশ দিযে সহায়তা করেছেন, আমার তাহিরপুর সদর ইউনিয়নের জনগনের পক্ষ থেকে ফারাজ করিম সাহেবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আলী মর্তুজা বলেন বন্যার কারণে অনেক সচ্ছল পরিবার অস্বচ্ছল হযে পড়েছে, মানুষের সহযোগিতা ছাড়া তাদের ঘুরে দাঁড়ানোর উপায় নেই। ফারাজ করিম চৌধুরীর তাহিরপুরের বানভাসি অসহায় মানুষের জন্য যে সহযোগিতা করেছেন তা মানুষ আজীবন মনে রাখবে।'আমরা আওয়ামী পরিবারের পক্ষ থেকে উনাকে ধন্যবাদ জানাই,
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীর বলেন, 'তাহিরপুর সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের জন্য টিন ও বাঁশ বিতরন করা হয়েছে, আমরা ফরাজ করিমের উপস্তিতিতে কিছু ঘর বিতরন করেছি,আজ সদর ইউনিয়নের বাকি গরগুলো বিতরন করা হযেছে।প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন ও ১৩ টি বাঁশ দেওয়া হয়েছে।এ সময় তিনি তাহিরপুরবাসীর পক্ষ থেকে জনাব ফারাজ করিম চৌধুরী এবং তাদের সহযোগী সংস্থা, ব্যক্তিবর্গকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.