স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ বন্যার কারণে স্হগিত হওয়া ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেক (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা,দীপুমনি।
১৭ জুলাই রবিবার মন্ত্রণালয়ের সম্লেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষা সংকান্ত এক বিফিংয়ে তিনি এ কথা জানান।
দিপুমনি বলেন এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট ও সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যা শুরু হলে পরীক্ষা শুরুর দুই দিন আগে তা স্থগিত করা হয়। এতে এসএসসি ও সমমানের প্রায় ২০ লাখ ২২ হাজার পরীক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে পড়ে। এ অবস্থায় পরীক্ষা শুরুর নতুন তারিখ ঘোষণা করা হলো। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, বন্যার কারণে যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকায় আগামী ২৪শে জুলাইয়ের মধ্যে নতুন বই পৌঁছে দেওয়া হবে।
জানা গেছে, সিলেট ও সুনামগঞ্জ জেলায় এসএসসি ও দাখিলের যত পরীক্ষার্থীর পাঠ্যবই ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের নতুন বই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এনসিটিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চট্টগ্রাম, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বেশ কিছুসংখ্যক বাড়তি বই রয়েছে। সেগুলোই ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম অঞ্চলের বই যাচ্ছে সুনামগঞ্জে। আর কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বই দেওয়া হচ্ছে সিলেটে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কাছে।.
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.