স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ প্রতিলিটার বোতলজাত সয়বিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করেছে সরকার।১৭ জুলাই
রবিবার বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান।
তিনি জানান আন্তজার্তিক বাজারে ভোজ্য তেলের দাম কমে যাওয়ার পেক্ষিতে দেশীয় বাজারে মুল্য কমোনার সিদান্ত নিয়েছে সরকার। এরই আলোকে ব্যবসায়ীদের সাথে কথা বলে দাম নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার বার থেকে এই মুল্য তালিকা কার্যকর হবে।
একই সঙ্গে পাম তেলের দামও ৬ টাকা কমানো হয়েছে। বর্তমানে এর নির্ধারিত দাম ১৫৪ টাকা। সেটির নতুন দাম ১৪৮ টাকা করা হয়েছে।
তপন কান্তি ঘোষ আরও জানান, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৬৬ টাকা, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৫ টাকা এবং ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯১০ টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দরপতন অব্যাহত থাকলে আগামীতেও এর সুফল পাবেন ভোক্তারা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.